অনলাইনে সেরা পণ্যটি কিনুন নিশ্চিন্ত.কম থেকে
আমাদের কথা : বর্তমান সমাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে প্রত্যেকটি মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিস যেন ঘরে কিংবা অফিসে বসে অনায়াসেই কেনাকাটা করতে পারে এমন লক্ষ্য নিয়েই নিশ্চিত এর যাত্রা শুরু। “শপিং হোক নিশ্চিত” এই স্লোগান নিয়েই নিশ্চিত বাংলাদেশের মানুষদের তাদের প্রাত্যহিক জীবনের কেনাকাটা হয়রানি থেকে মুক্তি দেওয়ার চেষ্টায় নিয়োজিত।
আমাদের লক্ষ্য : নিশ্চিত বিশ্বাস করে বাংলাদেশ এর বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তির ব্যবহারই পারবে দেশটিকে আরও উন্নতির শিখরে পৌঁছে দিতে এবং একারনেই নিশ্চিত স্বপ্ন দেখে তাদের এই প্রয়াস যেন এই দেশের প্রতিটি মানুষ উপভোগ করতে পারে।
আমরা কারা : নিশ্চিন্ত.কম বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপিংমল;B2C মার্কেটপ্লেসটি মূলত ২০১৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়, তবে ডিসেম্বর ২০১৮ থেকে আনুষ্ঠানিক যাত্রার শুরু থেকে আজ অবধি বাংলাদেশের অনলাইন গ্রাহকদের বিশ্বাস অর্জন করে চলেছে।
কেন আমরা : আপনি যদি আপনার ব্যবসার সম্প্রসারনের জন্য খুব কম খরচে কোন আধুনিক বিজনেস প্ল্যানিং এর কথা ভেবে থাকেন যা আপনার পন্যকে ক্রেতাদের কাছে খুব স্বল্প সময়ে সুপরিচিত করে তুলবে, পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে আপনার ব্যবসায়িক উৎকর্ষতাকে আরো বেশী প্রসারিত করবে, সেক্ষেত্রে নিশ্চিন্ত ডট কম আপনার জন্য হতে পারে একটি পূর্নাঙ্গ বিজনেস প্ল্যাটফর্ম।
নিশ্চিন্ত আপনার ব্যবসা সম্প্রসারনে যুগোপযোগী বিভিন্ন প্রমোশোনাল কার্যক্রম পরিচালনা করে যা একই সাথে আপনার পন্যের পরিচিতি, বিক্রি ও লভ্যাংশ প্রদানের পাশাপাশি সামগ্রিক ভাবে একজন সফল বাবসায়ী হিসেবে আপনার পথকে অনেক প্রশস্ত করতে পারে।
নিশ্চিন্ত মার্চেন্টদের পন্যের ইতিবাচক গ্রহণযোগ্যতা বাড়াতে সবসময় সচেতন। মার্চেন্টদের ব্র্যান্ডের/পণ্যের সর্বোচ্চ প্রচার ও প্রসারের লক্ষ্যে নিশ্চিন্ত প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রমোশনাল টুল ব্যবহার করে থাকে । গতানুগতিক প্রমোশন যেমন টেলিভিশন/রেডিও বিজ্ঞাপন, বিলবোর্ড কিংবা ব্যানার বা ফেস্টুন- এগুলোর পাশাপাশি নিশ্চিন্ত একটি সমন্বিত প্রমোশনাল প্যাকেজের আওতায় আপনার পণ্য কে বাজারজাত করবে যা আপনাকে আপনার পন্যের বাজার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারনা দিতে।
এছাড়াও সাম্প্রতিক সময়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ফেসবুক, টুইটার, গুগলসহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রচারে নিশ্চিন্ত স্বতন্ত্র ভুমিকা পালন করে।
ফেসবুকে নিশ্চিন্ত এর রয়েছে একটি জনপ্রিয় ফ্যান পেইজ যেখানে ১ লাখেরও অধিক ক্রেতারা সক্রিয়ভাবে উপস্থিত থাকেন । আকর্ষনীয় যেকোনো পন্যের অফার কে আমরা অধিক গুরুত্ব সহকারে টার্গেট ক্রেতাদের সামনে উপস্থিত করি।